আব্দুস সালাম জয়
ঝিনাইদহ কালীগঞ্জ:
ঝিনাইদহ কালীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দিনব্যাপী কালীগঞ্জ উপজেলা আ’লীগের উদ্যোগে সকালে দলীয় কার্ষালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও রাত ৯ ঘটিকার সময় আলোচনা সভা অনুষ্টিত হয়। সভাতে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
রাতে শহরের ভূষন রোডস্থ দলীয় কার্যালয়ে কালীগঞ্জ পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ সভাপতিত্বে সভাতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী। বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, পৌর যুবলীগের আহব্বায়ক শফিকুজ্জামান রাসেল, ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেন, শ্রমিকলীগের পৌর শাখার মাসুদুর রহমান সোহাগ,কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাজিম।
সভাতে বক্তাগন বলেন, ১৯৭২ সালের এদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধিন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। দেশের জন্য তাকে কারাবরন করতে হয়েছিল। সেই মহান নেতার তেৃতত্বেই স্বাধিন বাংলাদেশের জন্ম হয়েছে। তার অবদান জাতি কখনো ভ’লতে পারবে না।