রাজবাড়ীর পাংশায় ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু।

0
71

সৈয়দ মেহেদী হাসান 

নিজস্ব প্রতিবেদকঃ

কি দোষ ছিল অবুঝ নবজাতক শিশুটির। যে জন্মের পরে তার মাকে কেরে নিল ডাক্তার নামক কসাই।

রাজবাড়ীর পাংশায় অবৈধ মা শিশু ও ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু। ৮ জানুয়ারী দুপুর ১২টার সময় স্বামী আবুল কাশেম স্ত্রী হাঁসি বেগমকে হাসপাতালে ভর্তি করেন। পরে বিকাল ৫টার সময় আক্তার ডাক্তারের মাধ্যমে সিজার করা হয়। একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম দেন মা হাঁসি বেগম।

মৃত হাসি বেগমের বাড়ী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ঘি কমলা গ্রামে। স্বামী আবুল হোসেন বলেন সিজারের কিছুক্ষণ পর রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখা দিলে অক্সিজেনের জন্য ছুটে যায় আবুল হোসেন কিন্তু অক্সিজেন দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে কাওকে না পেয়ে হাসপাতাল ভাংচুর করেছে রোগীর স্বজনরা।

তার কিছুক্ষণ পরে রোগীর মৃত্যু হয়। রোগীর মৃত্যুর খবর পেয়ে দ্রুত পালিয়ে যায় হাসপাতালের কর্মরত ও চিকিৎসক গন। পরে পুলিশ এসে হাসপাতালটিতে তালা ঝুলিয়ে দেয়। তবে শিশুটি সুস্থ আছে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here