সৈয়দ মেহেদী হাসান
রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি তে নিখোঁজের ৪ দিন পর ওমর আলী (১৪) নামের এক কাঁচামাল ব্যবসায়ী কিশোরের লাশ ঘাসের ক্ষেত থেকে সোমবার সন্ধ্যায় উদ্ধার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ। সে উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আহমেদ আলীর ছেলে। এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানিয়েছেন গত শুক্রবার রাত থেকে ওমর আলীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরে না পেয়ে বালিয়াকান্দি থানায় একটি নিখোঁজ জিডি করেন নিহতের বাবা আহমেদ আলী। সোমবার বিকেলে ঢোলজানি গ্রামের একটি ঘাস খেতে লাশ দেখতে পায় স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয় পুলিশ এসে লাশ উদ্ধার করে নিহতের মাথায় আঘাতের চিহ্ন, গলাকাটা, হাত সহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে বালিয়াকান্দির ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুজ্জামান বলেন খুনের কারণ এখনো জানা যায়নি তবে জানার চেষ্টা চলছে। লাশটি পুলিশ হেফাজতে রয়েছে পরে পোস্টমর্টেমের জন্য পাঠানো হবে।