তৌহিদুল ইসলাম সরকার
নিজস্ব প্রতিবেদকঃ
প্রাণের-শহর কিশোর-গঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মহামান্য রাষ্ট্র-পতি মোঃ আবদুল হামিদ এর ৭৮ তম জন্মদিন। রাষ্ট্র-পতির শুভ-জন্ম-দিন উপলক্ষে মোমবাতি প্রজ্বলন করে রাষ্ট্র-পতির সুযোগ্য সন্তান রাসেল আহমেদ তুহিন ৭৮ পাউন্ড ওজনের কেক কেটে ৭৮ তম জন্মদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন। ২০২১ইং নব-বর্ষের ১লা জানুয়ারি বিকেলে কিশোরগঞ্জ প্রাণের-শহরের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজ মাঠ সংলগ্ন নরসুন্দা লেক সিটি মুক্ত-মঞ্চে আনন্দঘন উৎসব-মুখর পরিবেশে জন্মদিন টি উদযাপন করা হয়।
জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সুত্রধর, জেলা আওয়ামী লগের সভাপতি অ্যাড-ভোকেট কামরুল আহসান শাজাহান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড-ভোকেট জিল্লুর রহমান, জেলা আইন-জীবী সমিতির সভাপতি পিপি জন্মদিন উদযাপন কমিটির সমন্বয়ক শাহ আজিজুল হক, রাষ্ট্র-পতি পুত্র রাসেল আহমেদ তুহিন, জাতীয় চল-চ্চিত্র পুরস্কার-প্রাপ্ত চিত্র-নায়ক সায়মন সাদিক প্রমূখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে নানান শ্রেণী পেশার মানুষ সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। রাষ্ট্র-পতির দীর্ঘ জীবন ও শুভ জন্ম-দিনের শুভেচ্ছা জানিয়ে অতিথিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।
রাষ্ট্র-পতির ৭৮ তম জন্ম-দিন উপলক্ষে উক্ত অনুষ্ঠানে আলোচনা সভা ও কেক কাটা শেষে সন্ধ্যায় ঢাকা থেকে আগত ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় হাজার হাজার জন-সাধারণ অনুষ্ঠানটি উপভোগ করেন।