মোঃজিতু মিনা
নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে কিশোরকে বলৎকারের অভিযোগে হাফেজ ওমর ফারুক (৩২) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ওই কিশোরের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে কচুয়া থানায় মামলা দায়ের করার পর পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এ ঘটনায় ওই শিক্ষককে মাদরাসা থেকে বহিষ্কার করেছে পরিচালনা কমিটিপুলিশ ও স্থানীয়রা যায়, গত ২৮ ডিসেম্বর সকালে কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের তা’লীমুল কোরআন ওয়াল হিকমাহ কওমী মাদরাসার শিক্ষক হাফেজ ওমর ফারুক ওই কিশোরকে টয়লেটে নিয়ে জোরপূর্বক বলৎকার করে। পরদিন কৌশলে মাদরাসা থেকে বের হয়ে ওই শিক্ষার্থী বিষয়টি স্বজনদের জানান। খবরটি জানাজানি হলে স্থানীয়রা ওই শিক্ষককে গণধোলাই দিয়ে মাথা ন্যাড়া করে দিয়ে পুলিশে সোপর্দ করে কচুয়া থানার ওসি (তদন্ত) আব্দুর রউফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃত হাফেজ ওমর ফারুককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।