এলাহী শাহরিয়ার নাজিম।
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি,
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃতি সন্তান জনপ্রিয় কন্ঠশিল্পী হাসনা হেনা মন্ডল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর তালিকাভূক্ত কন্ঠশিল্পী নির্বাচিত হওয়ায় জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামবাসী বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছে।
শনিবার বিটিভির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তার নাম প্রকাশ করে।
দীর্ঘ অডিশনের মাধ্যমে বাছাই প্রক্রিয়ার পর শনিবার সারাদেশের ২৩৬ জন কন্ঠশিল্পী নির্বাচিত হন।
এর মধ্যে লোক সংগিত বিষয়ে হাসনা হেনা মন্ডল ও নির্বাচিত হন।
এব্যাপারে হাসনা হেনা ভক্তগোষ্ঠী ও নালিতাবাড়ি উপজেলাবাসি বাংলাদেশ টেলিভিশন (BTV) কতৃপক্ষ’র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। পাশাপাশি রৌমারী উপজেলার সকল শ্রেণির মানুষ শিল্পী হাসনা হেনা মন্ডল কে লাল গোলাপের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছে।