এলাহী শাহরিয়ার নাজিম
কুড়িগ্রাম জেল ব্যুরোঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মো.শের আলী বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭২) বছর।
তিনি রৌমারী উপজেলার ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণ ধরা গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী
রেখে গেছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার সময় দাঁতভাঙ্গা কাচারি মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
পরে তার নিজ গ্রামে পারিবারিক কবর স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা শের আলীর ছেলে মো.আমিনুল ইসলাম তার বাবার মৃত্যুতে বন্ধুবান্ধব,আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খীদের কাছে দোয়া কামনা করেছেন।