সাভার সেনানিবাসস্হ আরভিএন্ডএফ ডিপো’তে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অন্ড স্টাফ কলেজের কমান্ডার মেজর জেনারেল মোঃ আকবর হোসেন, এসবিপি, এসইউপি(বার), এফডব্লিউসি , পিএসসি, জি+ ‘কে বাংলাদেশ সেনাবাহিনীর রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি) এর “১ম কর্নেল কমান্ড্যান্ট” হিসেবে অভিষিক্ত করা হয়।
মেজর জেনারেল আকবর হোসেন আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক এবং বলিষ্ঠ নেতৃত্বে সূচিত হয়েছিল স্বাধীনতার সংগ্রাম। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর আভিজাত্য এবং মর্যাদা সমুন্নত রাখতে সকলের প্রতি আহ্বান জানাই।
অনুষ্ঠানে সেনাবাহিনীর ঐতিহ্য এবং রীতি অনুযায়ী প্রথম কর্নেল কমান্ডেন্ট হিসেবে মেজর জেনারেল আকবর হোসেন কে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। পরে আরভিএন্ডএফসির একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাইফুল আবেদীন, আরভিএন্ডএফ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল বাকীসহ সেনাবাহিনীর অনেক কর্মকর্তা ও সদস্যরা।