রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে সর্বস্তরের মানুষের পাশে থাকা ও মাদক মুক্ত এলাকা উপহার দেয়ার প্রতিশ্রুতি নিয়ে ফ্যান মার্কায় ইউপি সদস্য প্রার্থী রেজা। আসন্ন ১০ ডিসেম্বর ৩নং বন্দবের ইউপি নির্বাচনে ৮নং ওয়ার্ডের সকল পেশার মানুষ রেজাউল করিম রেজাকে বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যে একযোগে কাজ করে যাচ্ছেন। তিনি বন্দবের গ্রামের স্থায়ী বাসিন্দা সকলের সু’পরিচিত জাহাঙ্গীর আলমের ছেলে।
শুক্রবার সকালে ওই ওয়ার্ডে গিয়ে ছোটবড় সকলের মুখে মুখে রেজার সিলিং ফ্যান মার্কার কথা শোনা যায়।
বন্দবের ইউনিয়নের ৮নং ওয়ার্ড বাসি সাংবাদিকদের জানায়, রেজা অনেক আগে থেকেই সৎ, সাহসী, অন্যায়ের প্রতিবাদকারি, সবার বিপদেআপদে সারা দিয়ে থাকেন ও তার সাহায্য সহ-যোগিতার হাত অনেক বড়। তাই আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি আমাদের অর্থ ও শ্রম (সমার্থনুযায়ী) দিয়ে পাশে থাকবো এবং তাকে বিপুল ভোটে জয়লাভ করাবো ইনশাআল্লাহ।
এব্যাপারে রেজাউল করিম রেজা বলেন, আমাকে এই এলাকার জনপ্রতিনিধি তৈরিকরণের দায়িত্ব নিয়েছে এলাকাবাসী নিজেরাই। আমি কখনো ভাবিনি যে তারা আমাকে এতটা ভালোবাসে। তাই আমিও নির্বাচিত হয়ে রৌমারী বাসিকে দেখাবো কিভাবে মানুষের সেবা করে তাদের মনের ভীতর জায়গা করে নিতে হয়।আমি ছোট বেলা থেকে কথায় নয় কাজে বিশ্বাস করি।
তিনি আরো বলেন, বর্তমান সমাজে কিছু অসাধু জনপ্রতিনিধি রয়েছে, যারা ভিক্ষুকের কাছ থেকে অর্থ নিয়ে তাদের সেবা নিশ্চিত করে যাহা আমার দৃষ্টি গোচর হয়েছে। আমি নির্বাচিত হলে এলাকার গরিব দুঃখিদের বুঝিয়ে দিবো তাদের হক অর্থের বিনিময়ে নয়।