এলাহী শাহরিয়ার নাজিম
কুড়িগ্রাম জেলা ব্যুরোঃ
খেলাধুলা কে এগিয়ে নিতে ও যুব সমাজ কে মাদক থেকে দূরে রাখতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার নটান পাড়া গ্রামে আলোর দিশারী ও নটান পাড়া যুব সংঘকে জার্সি উপহার দিয়েছেন আফজাল হোসেন বিপ্লব।
বৃহস্পতিবার বিকেলে নটান পাড়া চৌরাস্তা মসজিদ মোড়ে আফজাল হোসেন বিপ্লব (অবঃ আর্মি) এর নিজস্ব অর্থায়নে ফুটবল ও ক্রিকেট খেলার জার্সি আলোর দিশারী ও নটান পাড়া যুব সংঘ এর খেলোয়াড়দের মাঝে ৩সেট (৪৫)টি জার্সি উপহার তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, রৌমারী প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক শওকত আলী, মতিউর রহমান চিশতী, এলাহি শাহরিয়ার নাজিম, নটান পাড়া যুব সংঘ এর সভাপতি সায়েদ কাকন ও আলোর দিশারি এর সভাপতি আয়নাল হোসেন।
এব্যাপারে অবসর আর্মি আফজাল হোসেন বিপ্লব সাংবাদিকদের জানায়,বর্তমান রৌমারীর উন্নয়নকাজে বাধার মূল শত্রু হচ্ছে মাদক। আর মাদক সেবন করে সে নিজেরও ক্ষতি করে। কাজেই এর বিরুদ্ধে সবাইকে একত্র ভাবে কাজ করতে হবে। যুব সমাজকে রক্ষা করতে হলে আমাদের যুবকদের খেলার দিকে নজর দিতে হবে।