তৌহিদুল ইসলাম সরকার
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
“কৃষিই সমৃদ্ধি-এই শ্লোগান নিয়ে” ময়মনসিংহের নান্দাইলে রবি মৌসুমে বোরো ধান,গম,সরিষা, সূর্যমুখী, ভুট্রা, মাষকলাই, চিনাবাদাম, শীতকালীন মুগ,পেয়াজ এবং খরিপ -১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ১হাজার ৬২৫ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
শনিবার ২৮ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ উদ্দিনের সভাপতিত্বে,প্রধান অতিথি ছিলেন স্হানীয় সংসদ সদস্য এমপি, আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন।
বিশেষ অতিথি ছিলেন নান্দাইল পৌর মেয়র মোঃ রফিক উদ্দিন ভুইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং সঞ্চালনা করেন কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান।
এসময় উপস্হিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রেজাউল করিম,নাদিয়া ফেরদৌসি, ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত ভুইয়া মিন্টু প্রমুখসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।