এলাহি শাহরিয়ার নাজিম
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
‘ঐক্য,শান্তি, শৃঙ্খলা, জনকল্যাণ ও ভ্রাতৃত্ববোধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। সেখানে সেনা সদস্যদের পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়।
এ দিবসটি উপলক্ষ্যে শনিবার সকাল ১০টার দিকে রৌমারী উপজেলা সশস্ত্র বাহিনী (অবঃ) কল্যাণ সংস্থা একটি র্যালি বের করে। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সরক প্রদক্ষিণ শেষে রৌমারী সরকারি কলেজ মাঠে এসে শেষ করে।
এসময় সার্জেন্ট মোঃ জিন্নাত আলী (অবঃ)-এর সভাপতিত্বে ও আফজাল হোসেন (সাধারণ সম্পাদক)-এর সঞ্চালনায় একটি আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনটির সহ-সভাপতি নাসির খাঁ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুর রউফ, মন্সুর আলী, আবুল কাশেম, শামছুল হক ও সোহরাব হোসেন।
এছাড়াও এ অনুষ্ঠানে লাঠি খেলা, বালিশ খেলা, বিস্কিট খেলা ও চেয়ার খেলার আয়োজন করা হয়। 

আলোচনাসভা শেষে উক্ত খেলার পুরস্কার বিতরণ করা হয়।
পরিশেষে প্রীতি ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।