আব্দুস সালাম(জয়),
ঝিনাইদহ, কালীগঞ্জ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে চাপালী যুব সংঘের আয়োজনে মরহুম নূর আলী মন্ডল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩ টায় এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, কাউন্সিলর মনিরুজ্জামান রিংকু।
১-০ গোলের ব্যবধানে মাগুরার একতা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে কোটচাঁদপুর পৌর ফুটবল একাদশ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কোটচাঁদপুর ফুটবল একাদশের ১১নং জার্সি পরিহিত জন্ডি। খেলা পরিচালনা করেন রেফারী রবিউল ইসলাম ও তার দুই সহকারী মারুফ হোসেন ও নিপ্পন।