এলাহী শাহরিয়ার নাজিম
কুড়িগ্রাম জেলা ব্যুরোঃ
কুড়িগ্রামের রৌমারীতে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে ৩জন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ১৭ অক্টােবর দুপুর দেড়টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে দাঁতভাঙ্গা ক্যাম্পের বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে সীমান্ত আইন লংঘন অতিক্রম করার অপরাধে রৌমারী থানায় মামলা করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। আটককৃতরা হলেন, সেলিম মিয়া (২০), জাহাঙ্গীর আলম (১৯) ও মাহালম শেখ (২০)। তাদের সকলের বাড়ি ভারতের আসাম রাজ্যের মাইনকারচর জেলার দক্ষিণ সালমারা থানার কানিমারা ইউনিয়নের হাটশিঙ্গীমারী গ্রামে।
দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কােম্পানী কমান্ডার মিজানুর রহমান জানান, আটককৃত তিন ভারতীয় নাগরিক চােরাচারাচালানী ব্যবসার জন্য অবৈধ উদ্দেশ্যে নিয়ে অবৈধভাবে সীমান্ত
অনুপ্রবেশ করেছে। আন্তর্জাতিক মেইন পিলার ১০৫২ এর কাছ দিয়ে সাহবের আলগা সীমান্ত অতিক্রম করে। সীমান্ত আইন লংঘন করে অবৈধ ভাবে প্রবেশের দায়ে তাদেরকে রৌমারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইনাম জানান, বিজিবি’র হাতে আটক হওয়া ভারতীয় তিন নাগরিক এর বিরুদ্ধে বিজিবি বাদি হয়ে সীমান্ত লংঘন আইনে মামলা করেছে।