জীবননগর( চুয়াডাঙ্গা) প্রতিনিধি :
চুয়াডাঙ্গার জীবননগর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোঃওসমান গনি, অফিসার ফোর্সসহ মেদিনীপুর এলাকায় মাদক অভিযান পরিচালনা করেন। এসময় জীবননগর থানার মেদিনীপুর গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃইব্রাহিম (৪০) একাধিক মাদক মামলার আসামী আটক করে পুলিশ। এ সময় আসামির কাছ থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম বলেন আটককৃত আসামির বিরুদ্ধে (৬ সেপ্টেম্বর )রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(০১) স্মারনীর ২৪(খ)/৪১অনুযায়ী একটি মাদক মামলা রুজু করা হইয়াছে।