এলাহী শাহরিয়ার নাজিম
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে ২হাজার ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মোল্লারচর এলাকা থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল এসএম আজাদের সার্বিক দিক নির্দেশনায় মোল্লারচর বিওপির নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের একটি টহলদল উপজেলার সদর ইউনিয়নের মোল্লারচর এলাকায় অভিযান চালান। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ২হাজার ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট রেখে দ্রত সটকে পড়ে ইয়াবা কারবারিরা।
এব্যাপারে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল এসএম আজাদ জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ব্যাটালিয়ন সদরে জমা রাখা হবে এবং পরবর্তীতে তা ধ্বংস করা হবে।