মোঃ রাসেল হোসেন,
(যশোর জেলা) প্রতিনিধিঃ
যশোর জেলার ফুলের রাজ্য খ্যাত ঝিকরগাছা উপজেলার গদখালী বাজারে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটানায় ২০ জন আহত হয়েছে।মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বাস এবং পিকআপ’র মুখোমুখি সংঘর্ষে অন্তত্ব ২০ জন নারী, পুরুষ এবং শিশু আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর । আহতদের স্থানীয় নাভারণ জেনারেল হাসপাতাল ভর্তি করে চিকিৎসা দেয়া হয়৷
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের অতিরিক্ত গতির কারণে দূর্ঘটনা ঘটেছে। পিকআপ চালকের অবস্থা আশঙ্কাজনক৷নাভারণ হাইওয়ে ফাড়ির ইনর্চাজ জানান, বাস এবং পিকআপ দুটি জব্দ করা হয়েছে৷ ঘটনার তদন্ত করে পরবর্তিতে ব্যবস্থা নেওয়া হবে৷