বাংলার রূপ,নিউজ ডেস্ক।।
খুচরা বিক্রেতারা যেন মন চাইলেই ইচ্ছে অনুযায়ী এলপি গ্যাসের মূল্য বৃদ্ধি করতে না পারে সেজন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ।
একসাথে আগামী ৩০ দিনের মধ্যে তাদের গৃহীত ব্যবস্থা সম্পর্কে আদালতে প্রতিবেদন দাখিল করতেও নির্দেশ দেয়া হয়েছে।
কনজুমারস এসোসিয়েশনের পক্ষে দায়ের করা ২০১৬ সালের এক মামলায় পৃথক দরখাস্তের শুনানী শেষে মঙ্গলবার (২৫ আগস্ট) এই আদেশ দেন আদালত।
মন্ত্রণালয় গত বছরের ২৯ ডিসেম্বর এ সংক্রান্ত একটি নির্দেশনা প্রদান করলেও বিইআরসি কোন ব্যবস্থা নেয়নি।