মুন্সীগঞ্জের লৌহজংয়ে লাকরি রাখার ঘর থেকে মেছো বাঘ আটক করছে স্থানীয়রা।।

0
22
মোঃ শুভ
লৌহজং (মুন্সিগঞ্জ)প্রতিনিধি:
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার একটি বাড়ি থেকে মেছো বাঘ উদ্ধার করেছে এলাকাবাসী। রোববার (২৩ আগস্ট) দুপুরে বেজগাঁও গ্রামের রনি হাওলাদারের বাড়ির লাকড়ি রাখার ঘর থেকে স্থানীয় উজ্জ্বল শেখ তার দলবল নিয়ে মেছো বাঘটিকে আটক করে।
আটক প্রাণিটিকে প্রথমে বাগডাসা ও চিতাবাঘ মনে করা হলেও পরে এটি মেছো বাঘ বলে শনাক্ত করা হয়। এ সময় মেছো বাঘ দেখতে বিপুলসংখ্যক উৎসুক জনতার ভিড় জমে যায়। খবর পেয়ে উপজেলা বন বিভাগ বাঘটিকে তাদের জিম্মায় নিয়ে নেয়।
স্থানীয় বাসিন্দা রনি হাওলাদার জানান, বাঘটি শনিবার (২২ আগস্ট) দিনের বেলায় প্রতিবেশীরা দেখতে পেলেও খুঁজে পাওয়া যায়নি। পরে এ দিন রাতে আমার স্ত্রী লাকড়ি রাখার ঘরে বাঘটি দেখতে পান। এরপরে লাকড়ির ঘরে তালা মেরে বাঘটিকে বন্দি করা হয়। রোববার দুপুরে স্থানীয় লোকজনের সহযোগিতায় বাঘটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
লৌহজং উপজেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. সেলিম খান জানান, দেশে মেছো বাঘ এখন বিলুপ্তির পথে, এ কারণে লৌহজং উপজেলার বেজগাঁও কবরস্থানের পাশের জঙ্গলে এটি ছেড়ে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here