আটঘরিয়া(পাবনা) প্রতিনিধিঃ
মহামাড়ী করোনা ভাইরাস সংক্রমনের কারণে পাবনার আটঘরিয়া পৌরসভার দেবোত্তর বাজারে মানুষ মাস্ক না পরার অপরাধে ৮জন পথচারি ও অটোরিএক্সা চালককে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) দুপুরে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ ফুয়ারা খাতুন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: আরিফুজ্জামান নেতৃত্বে অভিযান চালিয়ে প্রত্যেকজনকে ২০০ টাকা করে এই জরিমানা আদায় করেন।
অন্যদিকে আটঘরিয়া দেবোত্তর বাজারে নুরজাহান হোটেল এন্ড রেষ্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নগদ ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় সবধরনের অপ্রীতিকর ঘটনা এরাতে উপস্থিত ছিলেন আটঘরিয়া থানার উপ পরিদর্শক দুলাল এর নেতৃত্বে পুলিশ সদস্যরা ।