মোঃসোহান আহমেদ,
বাংলার রূপ,নিজস্ব প্রতিবেদক :
শোকাবহ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও ভয়াল ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করে সাভারের আশুলিয়া থানা যুবলীগের উদ্যোগে ,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আশুলিয়া থানা যুবলীগের সফল আহ্বায়ক জনাব মোঃ কবির হোসেন সরকারের সভাপতিত্বে ও আশুলিয়া থানা যুবলীগের সফল যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ মঈনুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায়
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় দূর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃএনামুর রহমান এমপি (ঢাকা১৯)। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান।
এ সময় অনুষ্ঠানে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব অধ্যাপক কাদের দেওয়ান সহ আশুলিয়া থানা যুবলীগের ৫টি ইউনিয়নের,যুবলীগের আহ্বায়ক/যুগ্ম আহ্বায়ক ও সাভার পৌর যুবলীগ,ছাত্র লীগ সহ দলের অনেক নেতা কর্মীরা।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।