এলাহী শাহরিয়ার নাজিম
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
দীর্ঘদিন শ্বাসকষ্ট সহ নানা জটিলতায় ভুগে ভুগে মারা গেলেন বীর প্রতীক তারামন বিবির স্বামী আব্দুল মজিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮বছর।সোমবার ১৭ আগস্ট বিকাল ৫ ঘটিকায় তিনি তার নিজ বাড়ি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের কাচারী পাড়া গ্রামে মারা যান। তার ছেলে আবু তাহের এ তথ্য নিশ্চিত করেছেন। আবু তাহের বলেন আমার আম্মা মৃত্যুবরণ করার পর আমার আব্বা দুশ্চিন্তায় পড়ে যায় তখন থেকেই তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। তিনি শ্বাসকষ্টসহ শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। তার যথার্থ চিকিৎসা করা হলেও তিনি সুস্থ হয়ে ওঠেননি। অবশেষে আজ বিকেলে তিনি মারা যান, তার স্ত্রী বীর প্রতীক তারামন বিবি ২০১৮ সালে ১ ডিসেম্বর ৬২ বছর বয়সে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তারামন বিবি ছিলেন মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের নারী যোদ্ধা।