কেউ অন্ধকারে থাকবে না -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃজাকির হোসেন।।

0
25
এলাহি শাহরিয়ার নাজিম
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন বলেছেন, কেউ অন্ধকারে থাকবে না, যেখানে বিদ্যুতের খুঁটি যাবে, সেখানে বিদ্যুতায়ন করা হবে। আর যেখানে বিদ্যুতের খুটি যাবে না, সেখানে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করছে সরকার। ইতিমধ্যে রৌমারী, রাজিবপুর উপজেলায় ৭০ শতাংশ বিদ্যুতায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ’ এর অংশ হিসাবে কুড়িগ্রামের রৌমারীতে রোববার দুপুর ১২টার দিকে নিজ এলাকায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ছয়টি ইউনিয়নের ১কোটি ৬৩লাখ ৪৪হাজার ৭২০টাকা ব্যয়ে ১হাজার ২৬৯টি পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা, রৌমারী উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আহসান আক্তার বাবু মন্ডল, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো.সুরুজ্জামান, যাদুরচর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ প্রমুখ।
এলাহি শাহরিয়ার নাজিম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here