মোঃ শুভ
মুন্সীগঞ্জ, লৌহজং প্রতিনিধি :
মহামারি করোনা ও পদ্মার প্রবল স্রোতের কারনে গতি কমে এসেছে পদ্মা সেতু নির্মাণের।জুনের শেষ দিকে মাওয়ার ৪ ও ৫ নং পিলারের উপর ৩২ নং স্প্যান বসানোর কথা থাকলেও প্রবল স্রোতের কারনে বসছে না জুলাই মাসেও।নদীতে পানির সাথে পাল্লা দিয়ে বাড়ছে স্রোতের গতি, ফলে ব্যাহত হচ্ছে স্প্যান বসানোর কাজ।
এ প্রসঙ্গে প্রজেক্ট ইঞ্জিনিয়ারের কাছে কাজ এর গতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান,,গত ৪ বছরের অভিজ্ঞতা অনুযায়ী বর্ষার এ সময়ে কাজ কম হয়।সাধারণত নদীর স্রোত সেকেন্ডে ১.৫২ মিটারের বেশি হলে স্প্যানবাহী ক্রেনটি চালানো যায় না, সেখানে নদীতে এখন স্রোত সেকেন্ডে ২.২ মি.।তবে স্প্যান বসানো না গেলেও সেতুর অন্যান্য কাজ থেমে নেই। তিনি আরও বলেন, স্রোত কমে গেলে দ্রুত একাধিক স্প্যান বসানো হবে। তবে সঠিক সময়ে নির্মাণ কাজ শেষ না হওয়ার সম্ভাবনা রয়েছে।
পদ্মা সেতুর ছবি:দৈনিক বাংলার রুপ।।
ফলে আবারও পিছিয়ে যেতে পারে সেতু নির্মাণ কাজ। এ-র আগে ২০১৫ সালে কাজ শেষ করার কথা থাকলেও নানা জটিলতায় পিছিয়ে ২০১৮ সালে কাজ শেষ করার কথা বলা হয়েছে। নানা অনিয়মে সর্বশেষ ২০২১ সালের জুনে কাজ শেষ করার সময় দেওয়া হয়।

তবে মহামারি করোনা ও নানা প্রাকৃতিক সমস্যার কারনে আবারও পদ্মা সেতুর নির্মাণের সময় পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।