বাদল মিত্র ভৌমিক,ঝিনাইদহ সদর প্রতিনিধি :
ঝিনাইদহ সদরের চাকলাপাড়া এলাকায় জোরপূর্বক এক গৃহবধূর আপত্তিকর ছবি তুলে নেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করার অভিযোগে ৪জন গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-ঝিনাইদহ সদরের মহিষাকুন্ডু গ্রামের মোঃসানি মুন্সী (২৩)পিতা মৃত হারুন মুন্সী, শাওন হোসেন (২৪) পিতা ইসাহাক আলী,মারুফ বিল্লাহ (২৫) পিতা মোঃ নুরুল আমিন এবং চাকলাপাড়া এলাকার রুস্তম আলীর ছেলে সোহান হোসেন (২৫)।
এ ব্যাপারে ঝিনাইদহ পুলিশ সুপার মো: হাসানুজ্জামান জানান, গত ১৮ জুন সন্ধ্যায় শহরের চাকলাপাড়ার ইলেকট্রিক মেকানিকের বাসায় সবজি দিতে যায় তার এক সহযোগী। এসময় অভিযুক্ত গ্রেপ্তারকৃতরা বাড়ীর ভিতর ঢুকে গৃহবধূ ও সবজি দিতে আসা ইলেকট্রিক মেকানিকের সহযোগীকে বেধড়ক মারধর করে তাদের আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে। কয়েকদিন ধরে তারা ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে টাকা দাবী করে আসছিল।