আশুলিয়ায় র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত,বিপুল পরিমাণ ইয়াবা সহ অস্ত্র উদ্ধার।

0
31

মোঃসোহান আহমেদ সানাউল।

বাংলার রূপ, নিজস্ব প্রতিবেদক :

আশুলিয়ায় র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে রায়হান সরকার (৪০) নামের  এক মাদক সম্রাট নিহত হয়েছেন।সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯ টায় আশুলিয়ার কবিরপুর এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ সময়  ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। নিহত রায়হান সরকার চাঁদপুরের উত্তর মতলব থানার আইয়ুব সরকারের ছেলে। তিনি ছিলেন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী।

এ ব‍্যাপারে র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে অভিনব পন্থায় মাদক পরিবহন ও বিক্রি করে আসছিলেন রায়হান। কখনও পিকনিকের বাসে আবার কখনও কাভার্ডভ্যানের ভেতর মাদক পরিবহন করতেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সোমবার সকালে রায়হান আশুলিয়ার কবিরপুরে মোশারফ হোসেনের বাড়িতে অবস্থান করছেন। এরপর তাকে আটক করার জন‍্য ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী রায়হান কক্ষের ভেতর থেকেই র‌্যাবকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি তিন রাউন্ড গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে রায়হান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এতে নাছির ও মনির নামে র‌্যাবের দুই সদস্য পায়ে গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়ে আহত হয়েছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-২ এর পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী জানান, বন্দুকযুদ্ধে নিহত মাদক ব্যবসায়ীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here