এলাহি শাহরিয়ার নাজিম,
বাংলার রুপ,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের রৌমারীতে ৪৪ জনের মধ্যে গোলাম মোস্তফা (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত মোস্তফা উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পুরান টাপুরচর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
মোস্তফার বাবা রশিদ বলেন, গোলাম মোস্তফা ঢাকা সাভারের একটি মাদ্রাসায় লেখাপড়া করে। গত ৬এপ্রিল সোমবার বাড়িতে আসলে সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে।পরে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার করোনার নমুনা সংগ্রহ করে করে পরিখ্খা করতে পাঠায় ১৩ এপ্রিল রিপোর্ট এলে আমার ছেলের করোনা পাজেটিভ শনাক্ত হয়েছে।
এব্যাপারে রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনুল ইসলাম হুমায়ুন জানান, গতকাল পর্যন্ত আমরা ৩৯ জনের নমূনা পাঠিয়ে ছিলাম এর মধ্যে ৬ জনের রির্পোট পেয়েছি তার মধ্যে ১ জনের শরীরে করেনা শনাক্ত হয়েছে। তিনি আরো বলেন, আজ আমরা আরও ৪ জনের নমুনা সংগ্রহ করেছি।