নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১,আহত ৩।।

0
13

রূপগঞ্জ,নারায়নগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় অবিনাশ সরকার (৫২) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ হামলায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়।আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (০১ এপ্রিল) সকালে রূপগন্জের, গোলাকান্দাইল ইউনিয়নের পোড়াবো এলাকায় এ হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত অবিনাশ সরকার গোলাকান্দাইল ইউনিয়নের পোড়াবো এলাকার প্রাণ কুমারের ছেলে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিপক্ষের জীবন, সুবেদ অনুকূল নামের তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাড়াবো এলাকার অবিনাশ সরকারের সঙ্গে তার চাচাতো ভাই অর্জুন সরকারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় গ্রাম্য সালিশে কয়েক দফায় বিচার সালিশের মাধ্যমে মীমাংসাও হয়। কিন্তু বুধবার সকালে নারিকেল গাছের গুঁড়ি নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে অর্জুন, নকুল, স্বদেব সরকার, জীবন সরকার সহ ৮/১০ জন মিলে অবিনাশ সরকারকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এসময় তার ছেলে দুর্জয় সরকার, ভাতিজা যীষ্ণু সরকার ও প্রকাশ সরকার তাকে বাঁচাতে এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন তাদেরকেও কুপিয়ে আহত করে।

নিহত অবিনাশের বড় ভাই সূজনী সরকার জানান, হামলার খবর পেয়ে মূমুর্ষ অবস্থায় অবিনাশ সরকারকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় দুর্জয়, প্রকাশ ও যীষ্ণু সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে বাড়িঘরে তালা ঝুলিয়ে প্রতিপক্ষের লোকজন পালিয়েছে। খবর পেয়ে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে।

এ বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি মাহমুদ হোসেন বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here