মো:সোহান আহম্মেদ সানাউল।
নিজস্ব প্রতিবেদক,বাংলার রূপ।।
ঢাকার ধামরাইয়ে মেয়াদোত্তীর্ণ হ্যান্ড সেনিটাইজার বিক্রির অভিযোগে আসিয়া ফার্মেসিকে সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ধামরাই বাজারে বিশেষ অভিযান চালিয়ে আছিয়া ফার্মেসি সিলগালা করা হয়। এছাড়াও ধামরাইয়ের কালামপুর বাজারে দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় ৩ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার বলেন, জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাজারে গিয়ে মেয়াদোত্তীর্ণ স্যানিটাইজার বিক্রি করার সত্যতা পাওয়া যায়। পরে আছিয়া ফার্মেসিকে সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা এবং কালামপুর বাজারে দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় ৩ ব্যাবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।