বাংলার রূপ,নিজস্ব প্রতিবেদক।।
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকার সাভারে বিদেশ ফেরত আটজনকে হোম কোয়ারেনটেনে রাখা হয়েছে । সাভার উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে এ তথ্য জানানো হয়। সোমবার (১৬ই মার্চ ) এ বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার সাইমুল হুদা।
তবে হোম কোয়ারেনটাইনে রাখা ওই ৮ জনের শরীরে জ্বর কিংবা ঠান্ডাজনিত করোনা ভাইরাসের কোন উপসর্গ পাওয়া যায়নি বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, সাভারে এখনো কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি। তবে গত ১৪ মার্চ ইতালির ৪, সৌদি আরবের ২ ও দুবাই থেকে ২ জন সহ মোট ৮ জন দেশে ফিরেছেন। তবে এদের কারও শরীরে করোনার কোনো উপসর্গ পাওয়া যায়নি। তাদেরকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। তারা যাতে ঘরের বাইরে বের হতে না পারেন সে ব্যাপারে জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য অফিস ও প্রশাসন তাদের ওপর নজরদারি রাখছে বলেও জানান তিনি।