আব্দুস সালাম জয়।
ঝিনাইদহ ,কালিগঞ্জ ,প্রতিনিধি ।।
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ শ্রী কুমার দাস (৫৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক।
আটক মাদক ব্যবসায়ী কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর (দাসপাড়া) গ্রামের মৃত নিরাপদ দাসের ছেলে।রবিবার সকাল ৯ টার সময় কালীগঞ্জ পৌর সভার হেলাই গ্রামের চিত্রা নদির ব্রিজের উপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাসী করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯ টার সময় পুলিশ অভিযান চালিয়ে হেলাই গ্রামের চিত্রা নদির ব্রিজের উপর থেকে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শ্রী কুমার দাসকে আটক করে।
এসময় তিনি বলেন আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।