- গত ২৬ তারিখ সোমবার বিকাল ৪ ঘটিকার দিকে সাভার,আশুলিয়া,গৌরীপুর, বি – বাংলা মিন্নাত আলী রোডে ছেলেটিকে পাওয়া যায়। ছেলেটির আনুমানিক বয়স সাত বছর।ছেলেটির গায়ের রং ফর্সা।ছেলেটিকে নাম ঠিকানা বাবা মায়ের নাম জিজ্ঞেস করলে ছেলেটি কিছুই বলতে পারেনা।দেখতে কিছুটা প্রতিবন্ধীর মতো মনে হয়। ছেলেটি বি -বাংলা লক্ষ্মীপুর ফার্মেসির মোঃ মুস্তাফিজ রহমান এর তত্ত্বাবধান এ রয়েছে। যোগাযোগের নাম্বার : 01946891675 ।…….০১৯৪৬৮৯১৬৭৫।