স্পোর্টস ডেস্ক।
১৩ তম সাউথ এশিয়ান ফুটবল গেমসে বাংলাদেশের মুখোমুখি হয় শ্রীলংকা।
ভেন্যু : দশরথ রঙ্গশালা, কাঠমুন্ড।
ম্যাচটি বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৫ :১৫ টা মিনিটে শুরু হয়। ম্যাচের শুরুতে বাংলাদেশ দল আক্রমণাত্মক হয়ে ওঠে। ম্যাচের ১০ মিনিটের মাথায় জামাল ভূইয়ার বাড়ানো বলে মোঃ সাদ এর এসিস্ট থেকে মোহবুবুর রহমান গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যায়। প্রথম অর্ধে আর কোন গোল না হওয়া ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ দল।
দ্বিতীয় অর্ধের খেলা শুরু হলে দুই দলই আক্রমণাত্মক হয়ে উঠে। বাংলাদেশ দল আর ও অনেক সুযোগ পেলে ও কাজে লাগাতে পারেনি । শ্রীলংকা দল ও একের পর এক আক্রমণ করলেও নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়া বাংলাদেশ দল ১-০ গোলের জয় পায়।
এই জয় বাংলাদেশ দলকে আর ও আত্মবিশ্বাসী করে তুলবে দর্শকরা মনে করেন।