শাকিল আল মামুন, শ্রীপুর,গাজীপুর।
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া নতুন বাজার মধ্যপাড়া এলাকায়, একটি বাসায় রান্না করার গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে পাঁচটি ঘর সহ ঘরের সকল মালামাল পুড়ে গেছে।
গতকাল শনিবার রাত সোয়া ১১ টার দিকে এই আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান।
এই ঘটনায় জেলার শ্রীপুর ফায়ার স্টেশন অফিসার রামপ্রসাদ পাল বাংলার রূপ নিউজ টোয়েন্টিফোর কে জানান, কেওয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা নুরুল হকের বাড়িতে,রান্নার সময় সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে আগুন ধরে যায়।এবং তা মুহুর্তের মধ্যে নিয়ন্ত্রণ হীন হয়ে পড়ে পাশের রুম গুলো তো ছড়িয়ে পড়ে।এতে রুমের লোকজন গুলো বের হয়ে গেলেও কোন মালামাল বের করতে পারেনি।
খবর পেয়ে আমাদের স্টেশনের দুটি ইউনিট এসে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।তবে ততক্ষণে পাঁচটি ঘর এবং ঘরের সকল মালামাল পুড়ে ভস্ম হয়ে গেছে।
এ সময় ফায়ার এর কর্মকর্তা রামপ্রসাদ পাল আরও জানান, এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এবং গ্যাস সিলিন্ডার অক্ষত রয়েছে।তিনি বলেন গ্যাস পাইপ লিকেজের কারণেই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
এসময় তিনি জানান গ্যাস সিলিন্ডার বাস্ট হলে আরো বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটতে পারত।