আব্দুস সালাম জয়, ঝিনাইদাহ।
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার লক্ষিপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে জুলেখা খাতুন নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ঋনের চাপে অতিষ্ঠ হয়ে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে গ্রামবাসি অভিযোগ করেন।
তিনি লক্ষিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
পারিবারকি সুত্রে জানা গেছে, জুলেখা খাতুন আশা এনজিও থেকে ঋন গ্রহন করেন। টাকার জন্য বেশ কিছুদিন ধরে পিড়াপিড়ী করতে থাকে এনজিও কর্মীরা। কিন্তু তিনি টাকা জোগাড় করতে ব্যর্থ হন। এক পর্যায়ে এনজিও কর্মীদের চাপে নিরুপায় হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে নিজ ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন। এ ব্যাপারে জুলেখার স্বামী আব্দুর রাজ্জাক একটি অভিযোগ দিয়েছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় রাখা হয়েছে।
এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, তিনি শুনেছেন যে, এনজিও থেকে তার ঋন নেওয়া ছিল। তবে মৃত্যুর কার অনুসন্ধান করছে পুলিশ।
মোঃ আব্দুস সালাম (জয়) কালীগঞ্জ,ঝিনাইদহ ।