স্পোর্টস ডেস্ক।
আন্তর্জাতিক ফুটবল প্রীতি ম্যাচে উরুগুয়ে ও আর্জেন্টিনা মুখোমুখি হয়। ম্যাচটি সোমবার বাংলাদেশ সময় রাত ১:১৫ মিনিটে শুরু হয়।
ভ্যানু : ব্লুমফিল্ড।
প্রথম অর্ধে খেলা শুরু হলে আর্জেন্টিনা ধারুন ভাবে বল নিয়ন্ত্রণে রাখে। খেলার ৩৪ মিনিটের মাথায় কাউণ্টার আ্যটাকে সুয়ারেজের বাড়ানো পাচ থেকে ইডিসন কাবানি গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যায়।প্রথম অর্ধে আর কোন গোল না হওয়া উরুগুয়ে ১-০ গোলে এগিয়ে যায়।
দ্বিতীয় অর্ধের খেলা শুরু হলে আর্জেন্টিনা পাল্টা আক্রমণ করে।খেলার ৬৩ মিনিটের মাথায় মেসিরবাড়ানো বলে হেড এ আগুয়ার গোল করে।১-১ সমতায় ফিরিয়ে আনে দলকে।খেলার ৭৩ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে সুয়ারেজ গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়
ম্যাচের ৯২ মিনিটের মাথায় ডিবক্স এর ভিতরে হাতে লাগলে রেফারি পেনাল্টি দেয়। দারুন ভাবে পেনাল্টি থেকে মেসি গোল করে।দলকে সমতায় ফিরিয়ে আনেন। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়া ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।