নিজস্ব প্রতিবেদক।
এ সময় কালের আলোচিত ঘটনা ক্যাসিনো কাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি মামলা দায়ের করেছেন ।
এ ছাড়া যুবলীগের ঢাকা দক্ষিণের বহিস্কৃত সহসভাপতি এনামুল হক আরমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে,দুদকের উপ-পরিচালক মোঃ সালাউদ্দিন বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন।এই মামলায়এনামুল হক আরমান এর বিরুদ্ধে ২ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।