বাগেরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট এলাকায় একটি চিত্রা হরিণের দেখা পায় এলাকাবাসী। পরে বাগেরহাট সদর থানায় খবর দিলে আজ সোমবার সকালে স্থানীয়দের সহযোগিতায় চিত্রা হরিণ টি উদ্ধার করে পুলিশ।
ইউএনবি এক প্রতিবেদনে জানায়, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে হরিণটি কোনো পার্ক থেকে ছুটে আসতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, একটি হরিণকে লোকারণ্যে ঘোরাঘুরি করতে দেখে এলাকার লোকজন। পরে পুলিশ খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ হরিণটিকে উদ্ধার করে।
এদিকে, বাগেরহাট সদরের চন্দ্রমহল নামের একটি পার্ক কর্তৃপক্ষ ওই হরিণটিকে তাদের পার্কের হরিণ বলে দাবি করেছে।
পুলিশ সুপার পঙ্কজ রায় জানান প্রমাণস্বরূপ যথাপোযুক্ত তথ্যাদি দেখাতে পারলে মালিকপক্ষকে হরিণটি হস্তান্তর করা হবে।