ফোরকান হোসেন,বরিশাল।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের সামনে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, ও ৪ জন আহত হয়েছেন।শনিবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বরিশাল কোতোয়ালি থানার তদন্ত পরিদর্শক (ওসি) মোঃ আসাদুজ্জামান বাংলার রূপ নিউজ টোয়েন্টিফোর কে জানান,বরিশালের সাগরদী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।এই দুর্ঘটনায় মা-ছেলেসহ দুইজন নিহত হন,এ ছাড়া আরো চারজন আহত হন।নিহতরা হলেন ঝালকাঠিল নলছিটি উপজেলার,শ্রীরামপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী দেলোয়ারা বেগম(৬০), ও তার ছেলে শিপন মিয়া (৩৫)।পরিদর্শক আসাদুজ্জামান আরো জানান,নিহত ও আহতরা চিকিৎসার জন্য নলছিটি থেকে সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন।চিকিৎসা শেষে অটোরিকশায় করে বাড়িতে যাওয়ার সময় বিপরীতমুখী একটি দ্রুতগামী ট্রাকের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই মারা যান দেলোয়ারা বেগম এবং স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজে নিয়ে গেলে হাসপাতালে মারা যান দেলোয়ারা বেগমের ছেলে শিপন মিয়া।বাকি আহতরা শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ জানান নিহতদের ময়নাতদন্ত শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই ঘটনায় পুলিশ ট্রাক চালককে আটক করতে পারেনি,তবে চালকের সহকারী কে আটক করেছেন এবং ট্রাকটি জব্দ করেছেন।