নিজস্ব প্রতিবেদক।
বৃহস্পতিবার রাত ১১ টার দিকে রাজধানীর মতিঝিলে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্যাবসায়ী।ভুক্তভোগী ব্যাবসায়ী অভিযোগ করেন,ডিবি পরিচয়ে ৫ অস্ত্রধারী ছিনতাইকারী তার কাছে থেকে ৭০ লক্ষ্য টাকা ছিনতাই করেন।এই সময় পল্টন থানার চিফ অফিসার (ওসি) আবু বক্কর সিদ্দিকী সাংবাদিকদের জানান,নাইমুর রহমান নামে এক ব্যাবসায়ী ৯০ লক্ষ্য টাকা আলাদা দুটি ব্যাগে করে নিয়ে যাচ্ছিলেন।হঠাৎ ঐ ব্যাবসায়ীর গাড়িটি কে অন্য একটি মাইক্রোবাস গতিরোধ করে,ডিবি পরিচয়ে ৫ জন অস্ত্রধারী লোক তাকে জিম্মি করে ছিনতাই শুরু করে। এই সময় ব্যাবসায়ির চিৎকার চেচামেচিতে আশপাশের লোকজন আসতে দেখলে ছিনতাইকারীরা টাকার বড় ব্যাগটি নিয়ে পালিয়ে যান এবং ঐ ব্যাগটিতে ৭০ লাখ টাকা ছিল বলে ব্যবসায়ী অভিযোগ করেন।ওসি আবু বক্কর সিদ্দিকী আরো জানান,এই ঘটনায় আমরা মাইক্রবাসটি সহ এক ছিনতাইকারীকে আটক করেছি,এবং বাকীদের ও গ্রেপ্তাররের চেষ্টা চলছে।