নিজেস্ব প্রতিবেদক।
একাধিক মামলায় অভিযুক্ত ক্যাসিনোকান্ডে আলোচিত,ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কারকৃত সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাট হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।বিভিন্ন অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তারকৃত এই আসামী কে ঢাকার কন্দ্রীয় কারাগার কেরাণীগজ্ঞে রাখা হয়েছিল।মঙ্গলবার সকাল ৭টার দিকে তিনি অসুস্থবোধ করলে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।এ ব্যাপারে ঢাকা মেডিকেলে দায়িত্বরত র্যাব সদস্য মোতালেব হোসেন সাংবাদিকদের জানান,সকালে সম্রাট তার বুকে ব্যথার কথা কারা কতৃপক্ষকে অভিহিত করলে,কারা পুলিশ দ্রুত তাকে এখানে (ঢামেক )এ নিয়ে আসেন।এখানে ইসিজি করার পরে সকাল ৮টার দিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী,জাতীয় হৃদরোগ ইনিষ্টিটিউট হাসপাতাল আগারগাওয়ে নিয়ে যাওয়া হয়।হৃদরোগ হাসপাতালের পরিচালক, ডাক্তার আফজালুর রহমান সাংবাদিকদের বলেন সম্রাটের একটি ভাল্ব অনেক আগেই পরিবর্তন করা হয়েছিল সেটা ১৯৯৮ সালে।তবে ঐ ভাল্ব টি এখন পযর্ন্ত ভালো আছে।তাকে সকালে বুকে ব্যাথার জন্যে ঢাকা মেডিকেল থেকে এখানে পাঠানো হয়েছে,এখানে আসার পর আমারা তার হৃদস্পন্দন স্বাভাবিক পেয়েছি,এখনো তার অবস্থা স্থিতিশিল রয়েছে।তিনি আরও জানান,উনাকে এখানে আনার পর আমরা জরুরি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দিয়ে যাচ্ছি।সম্রাটকে এখন হৃদরোগ হাসপাতালের করনারী কার্ডিয়াক ইউনিট (সিসিইউ)তে পর্যবেক্ষণে রাখা হয়েছে।এই সময় হৃদরোগের আরেক চিকিৎসক বলেন সম্রাটের কিছু পরিক্ষা নিরিক্ষা করতে হবে,তবে এর মধ্যে কিছু করা হয়েছে আর কিছু বাকি রয়েছে,বাকি রিপোর্টের ফলাফল গুলো দেখে আমরা সিদ্ধান্ত নিব,তাকে ভর্তি রেখে চিকিৎসা দিব নাকি ছেড়ে দেয়া হবে।