নিজস্ব প্রতিবেদক।
রোববার সন্ধ্যায় রাজধানীর আইইবি মিলনায়তনে আওয়ামীলীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটি আয়োজিত এক কর্মশালার আয়োজন করা হয়েছে।কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সভাপতি হোসেন মনসুর।আর উপস্থিত ছিলেন উপ-কমিটির সদস্য সচিব আব্দুস সবুর ও মাহফুজুল ইসলাম প্রিন্স।এছারাও বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সেলর মুনাফ আহমেদ নুর,ও মুনিব ফারুক ইবনে আবু বক্কর সহ অনেক নেতারা।এ সময় ক্যাসিনোর ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন এই অভিযানে জি কে শামীম,সম্রাট,সেলিম,আরমান সহ ক্যাসিনোর রাঘববোয়ালরা গ্রেপ্তার হলেও আমাদের অভিযান অব্যাহত থাকবে