স্টাফ রিপোর্টার।
গতকাল রাজধানীর সোনারগাও হোটেলে চীন প্রজাতন্ত্রীর ৭০ বছর অর্জন অনুষ্ঠানে যোগদেন সরাষ্টমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল।এ সময় অনুষ্ঠান শেষে ঢাকা দক্ষিণ যুবলীগ সভাপতি ঈসমাইল হোসেন সম্রাট প্রসঙ্গে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন যা হবে আপনারা সব কিছু জানতে পারবেন এবং খুব শিগগিরই দেখতে পারবেন।তিনি আরও বলেন,যে যেই ধরনের অপরাধ করুক না কেন সবার আইনের মুখোমুখি হতে হবে।আইনের চোখ ফাকি দিয়ে কেউ বাচতে পারবেন না।তিনি আরও বলেন যে অপরাধ করছে,এবং যিনি অপরাধ করতে ইন্ধন দিচ্ছে বা সহযোগিতা করছে তাদের কাউকেই ছাড় দেয়া হবেনা।সুশাসন প্রতিষ্ঠার জন্য যা যা করার দরকার আমরা সবধরনের ব্যবস্থা নেব।অপরাধের সাথে সম্রাট আর শামীম বলে কেউ নেই।যে অপরাধ করবে তাকেই আইনের আওতায় আনা হবে।