বাংলাদেশে ২০২৫ সালের মধ্যে শুরু হবে লিভার প্রতিস্থাপন চিকিৎসা।

0
32

নিজস্ব প্রতিবেদক:

শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল লিভার রোগ এবং ট্রান্সপ্লান্ট সার্জারীর আন্তর্জাতিক মান সম্পন্ন চিকিৎসা প্রদানের অভিপ্রায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় এবং ভারতের চেন্নাই এর বিখ্যাত এবং পেডিয়াট্রিক লিভার ট্রান্সপ্লান্টে গোটা বিশ্বে এক নাম্বার হাসপাতাল ডা. রেলা হাসপাতাল এর সহযোগিতায় এক যৌথ লিভার ক্লিনিক চালু করার সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯অক্টোবর) সকাল ১১ টার দিকে আশুলিয়ার নিকটবর্তী গাজীপুরের কাশিমপুরে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের অডিটোরিয়ামে এক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেন হাসপাতালটি প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌফিক বিন ইসমাইল।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বছরে ২২ হাজার ২৩৬ জন রোগী লিভারের নানা সমস্যায় সম্মুখীন হচ্ছেন। এসব রোগীদের আন্তজার্তিক সেবা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নিয়েছেন হাসপাতালটি। যেখানে লিভার প্রতিস্থাপন ছাড়াও থাকবে লিভার সংক্রান্ত নানা জটিল ও কঠিন রোগের চিকিৎসা। শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজি বিশেষায়িত হাসপাতালের ২০২৫ সালের মধ্যে শুরু হবে লিভার প্রতিস্থাপন। এরই মধ্যে ভারতের রেলা হাসপাতালের সঙ্গে চুক্তি সম্পাদন হয়েছে।

ডা. রেলা হাসপাতালের সাথে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের এই সমঝোতা স্মারকের মাধ্যমে প্রযুক্তিগত উন্নতি সাধন, মানব সম্পদ উন্নয়ন, দক্ষ চিকিৎসক এবং নার্সিং কেয়ার নিশ্চিত করার এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হওয়ার বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় ডা. রেলা ইন্সটিটিউট লিভার ক্লিনিক। এই লিভার ক্লিনিকে ৮ অক্টোবর এবং ৯ ই অক্টোবর ডাঃ রেলা হাসপাতালের লিভার রোগ এবং ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ ডাঃ কুমার পালানিয়াপ্পান (ক্লিনিকাল হেড লিভার সার্জারী), ডাঃ নারেশ শানমুগাম (শিশু পরিপাকতন্ত্র, লিভার রোগ এবং ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ) এবং ডা: দীনেশ যোধি মানি (ডিরেক্টর, হেপাটোলজি বিভাগ) রোগী দেখবেন এবং পরামর্শ প্রদান করবেন।

ডা. রেলা ইন্সটিটিউট – লিভার ক্লিনিক দুই দেশের বিশেষজ্ঞ চিকিৎসকগণ দ্বারা পরিচালিত যেখানে লিভার রোগ ও ট্রান্সপ্লান্ট, পিত্তথলি, অগ্ন্যাশয়ের জটিল থেকে জটিলতর রোগের ওয়ান স্টপ সেবা প্রদান করা হবে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে ডা. রেলা হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসক গণ নিয়মিত রোগী দেখার পাশাপাশি, ট্রান্সপ্লান্ট এবং পোস্ট ট্রান্সপ্লান্ট রোগীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করবেন। লিভার সিরোসিস, ফ্যাটি লিভার, লিভার ক্যান্সার, টিউমার, ক্রনিক লিভার ডিজিজ বা লিভার ফেইল্যুরের মতো অসুখে রোগীদের সর্বোত্তম সেবা দ্রুততম সময়ে নিশ্চিত করবার প্রয়াসেই এই লিভার সেন্টারের যাত্রা।

ডা. রেলা হাসপাতাল ভারতের চেন্নাইয়ে অবস্থিত দেশটির অন্যতম প্রধান একটি অর্গান ট্রান্সপ্লান্ট সেন্টার। সেই সাথে শিশুদের লিভার ট্রান্সপ্লান্টে গোটা বিশ্বে এক নাম্বার হাসপাতাল। ফার্স্ট ট্রুথাক এবং নিয়মিত সার্ভিস সুনিশ্চিত করতে থাকছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টেলিমেডিসিনের সুযোগ। রিপোর্ট বা রোগীগণ এই টেলিমেডিসিন সেবা থেকে উপকৃত হবেন।

সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় লিভার রোগ ও ট্রান্সপ্লান্ট, পিত্তথলি, অগ্ন্যাশয়ের যাবতীয় জটিল, ও কঠিন রোগের চিকিৎসায় ডা.রেলা ইন্সটিটিউট ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল গুণগত এবং আন্তর্জাতিক মান সম্পন্ন সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করবার অঙ্গীকার এবং আশাবাদ ব্যক্ত করে।

এসময় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারতের বিখ্যাত ডা. রেলা হাসপাতালের সহযোগী সহ-সভাপতি মোহাম্মদ ফারুক অত্র হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌফিক বিন ইসমাইল, উপমহাদেশের প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ, সাবেক মহা পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল সহ দুই হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here