ধামরাইয়ে আব্দুল লতিব এর নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ।

0
20

 

মোঃ সিরাজুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
ঢাকার ধামরাইয়ে বিশিষ্ট সমাজ সেবক ও ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সদস্য আব্দুল লতিফ এর নিজস্ব অর্থায়নে উপজেলার ১৬ টি ইউনিয়নে কম্বল বিতরণের ধারাবাহিকতায় তিনটি ইউনিয়নে প্রায় দুই হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারী ) ধামরাই সদর ইউনিয়ন, কুল্লা ইউনিয়ন ও নান্নার ইউনিয়নে এই শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে এ শীতবস্ত্র (কম্বল) বিতরন করেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা (২০) আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ মালেক।

এসময় কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোহাদ্দেস হোসেন, ঢাকা জেলা পরিষদের সদস্য ছানাউল হক সুজন, ধামরাই সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, কুল্লা ইউপি সাবেক চেয়ারম্যান কালিপদ সরকার, ধামরাই সদর ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন, ধামরাই  উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, ধামরাই পৌর যুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান,ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্র লীগের সাবেক ভিপি হাবিবুর রহমান, ছাত্রলীগের তুষার আহমেদ, শাহিন আলম সহ আরও অনেকে।