মোঃ সিরাজুল ইসলাম
ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ
দ্বিতীয় ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধামরাই উপজেলার মোট ১৬ টি ইউনিয়নের মধ্যে ১৪ টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী চুড়ান্ত।
চরম প্রতিযোগিতা কে হবে নৌকার কান্ডারী। সবকিছুর অবসান ঘটিয়ে ৯ অক্টোবর শনিবার সন্ধায় আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা সাক্ষরিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেন। এসব ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানসহ দলীয় প্রতিক পাওয়ার আশা বেদেছিলেন ১৬ টি ইউনিয়নের বিপরীতে (মোট ৫৭ জন) মনোনয়ন দেওয়া হয়েছে সুতিপাড়া ইউনিয়ন ও কুশুরা ইউনিয়ন বাদে ১৪ টি ইউনিয়নে, এর মধ্যে কিছু নতুন মূখ রয়েছে। চুরান্ত চেয়ারম্যান প্রার্থী যাদের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন-
১ নং চৌহাট ইউনিয়নে মোঃ আনোয়ার হোসেন,
২ নং আমতা ইউনিয়নে- মোঃ আরিফ হোসেন,
৩ নং বালিয়া ইউনিয়নে মোঃ মজিবুর রহমান,
৪ নং যাদবপুর ইউনিয়নে মোঃ আব্দুল মজিদ,
৫ নং বাইশাকান্দা ইউনিয়নে মিজানুর রহমান মিজান,
৬ নং গাঙ্গুটিয়া ইউনিয়নে মোঃ কাদের মোল্লা,
৮ নং সানোড়া ইউনিয়নে খালেদ মাসুদ খান লাল্টু,
১০ নং সোমভাগ ইউনিয়নে মোঃ আজহার আলী,
১১ নং ভাড়ারিয়া ইউনিয়নে মোঃ শাহ আলম
১২ নং ধামরাই সদর ইউনিয়নে মোঃ শাহাবুদ্দিন, ১৩ নং কুল্লা ইউনিয়নে কালিপদ সরকার, ১৪ নং সুয়াপুর ইউনিয়নে বীরমুক্তিযোদ্ধা মোঃ কফিল উদ্দিন। ১৫ নং রোয়াইল ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, ১৬ নং নান্নার ইউনিয়নে আবুল বাশার বাদশা মোল্লা,
আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীদের সবাইকে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।