রায়হান আলী
(আশুলিয়া প্রতিনিধি):
ঢাকা জেলার আশুলিয়া হতে বিপুল পরিমান ইয়াবা ও ০১ টি গাঁজার গাছসহ ৪ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র্যাব-৪।
শনিবার (১ই আগষ্ট) বেলা এগারোটার দিকে র্্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। র্্যাব জানান, ৩১ জুলাই (শনিবার) ৩:৪০ ঘটিকার সময় গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৭৮৫ পিস ইয়াবা, ০১ টি কাঁচা গাঁজার গাছ, মাদক বিক্রিত নগদ- ৪,৮৪৩ টাকা এবং ০৭ টি মোবাইলসহ ০৪ চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করে র্্যাব – ৪।
গ্রেফতারকৃতরা হলেন ; মোঃ জসিম (২৭) জেলা- টাঙ্গাইল।মোঃ আব্দল্লাহ শুভ (২৮), জেলা- টাঙ্গাইল। মোঃ সুজন খাঁন (৩২), জেলা- টাঙ্গাইল। মোঃ আব্দুল্লা (৩৪), জেলা- টাঙ্গাইল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ভিন্ন ভিন্ন কৌশলে লোক চক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ আশে-পাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলো।
র্্যাব জানান, এদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।