৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ পেল নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড হইতে হাসপাতাল পর্যন্ত রাস্তাটি প্রশস্তকরনে।

0
19

তৌহিদুল ইসলাম সরকার নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড হইতে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত রাস্তাটি প্রশস্তকরন ও মজবুতীকরণে ৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ হয়েছে। হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় স্থানীয় সংসদ সদস‍্য এমপি তুহিন মহোদয় বরাদ্দের কথা সভায় উপস্থাপন করেন।

রবিবার  (২৫ অক্টোবর ) উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ৫৭ তম সভা অনুষ্ঠিত।
উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আবেদীন খান তুহিন মহোদয়।

এছাড়াও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশিদ সহ কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য সেবার মানউন্নয়নে ময়মনসিংহ বিভাগের মধ্যে প্রথম ও বাংলাদেশের মধ্যে চতুর্থ স্থান অর্জন করায় হেলথ মিনিস্টার এওয়ার্ড পাওয়ায় বিশেষ অবদান রাখায় মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আবেদীন খান তুহিন মহোদয় কে অত্র কমপ্লেক্সের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।।

অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবার মানউন্নয়নে মাননীয় এমপি মহোদয় সন্তুষ্টি প্রকাশ করে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

উক্ত অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্যে সংসদ সদস্য তুহিন মহোদয় বেশ কয়েকটি স্বস্তির খবর প্রকাশ করেন। বিশেষ করে চলাচলের অনুপযোগী নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড হইতে বাজার ভায়া নান্দাইল হাসপাতাল পর্যন্ত রাস্তাটি প্রশস্তকরণ ও মুজবতীকরণে ৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। রাস্তাটি বর্তমানে ১২ ফুট প্রশস্ত রয়েছে। রাস্তাটি নতুন করে আরও তিন ফুট প্রশস্ত বেড়ে ১৫ ফুট হবে। ৮ ইঞ্চি সিসি ঢালাই হবে।উক্ত প্রকল্পে পুরাতন বাসস্ট্যান্ড হতে হাসপাতাল,পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নদীর পাড়ের রাস্তা, মোরগ মহাল ও বর্তমানের সবজি বাজার হতে শাহ মূলকত দরগাহ শরীফ পর্যন্ত মোট ১৩৫০ মিটার রাস্তা অন্তর্ভুক্ত বলে মাননীয় এমপি মহোদয় এসময়  উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here