মোঃ সোহান আহমেদ সানাউল।
নিজস্ব প্রতিবেদক, বাংলার রূপ।।
সাভারের আশুলিয়ায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪), এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে আশুলিয়া থানাধীন উত্তর নয়াপাড়া এলাকা থেকে ৩১২ পিস বিয়ার ক্যান সহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) র্যাব-৪ এর এক প্রেস বিজ্ঞপ্তি এই তথ্য জানা যায়।
এই প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৪ জানায়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশেরর সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে।
খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উৎঘাটনের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার সহ নেশার মরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষা করার জন্য র্যাব মাদক বিরোধী অভিযান জোরদার করেছে।
এরই ধারাবাহিকতায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,সংঘবদ্ধ একটি মাদক ব্যবসায়ীর দল মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে আশুলিয়া থানাধীন উত্তর নয়াপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৪ এর একটি আভিযানিক দল সিনিয়র এএসপি উনু মং এর নেতৃত্বে আশুলিয়া থানাধীন উত্তর নয়াপাড়া এলাকার আসামী সাইফুল ইসলাম এর চার কক্ষ বিশিষ্ট টিনশেড বিল্ডিং এর পশ্চিম পাশের কক্ষে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম (৬০), পিতা- মৃত এলাহী, সাং- উত্তর নয়াপাড়া, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা কে প্রথমে এক কার্টুন (২৪ পিস) বিয়ার ক্যান সহ গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে আসামীর দেওয়া তথ্য মতে একই কক্ষের সিলিং এর উপর থেকে সর্বমাট ৩১২ পিস বিয়ার ক্যান উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঐ আসামী আরও জানায়, সে দেশের বিভিন্ন জায়গা হতে এই বিয়ার ক্যান ক্রয় করে এনে আশুলিয়া ও সাভার থানা এলাকার বিভিন্ন জায়গায় খুচরা বিক্রতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
উপরাক্ত বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাব-৪ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।