বাংলার রূপ,নিউজ ডেস্ক।।
বিশ্বের প্রায় সবগুলো দেশের উপরে করোনার ছোবল পড়তে শুরু করেছে। ফলে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে দিন দিন। ভারতেও করনার ভয়াবহাতা এখন চরমে। এরমধ্যেই দিল্লির এক পরিবারের ২৬ সদস্যের করোনা সংক্রমণ ধরা পড়ার পরপরই গোটা এলাকা কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়।
এ নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, দিল্লির জাহাঙ্গীরপুরীতে থাকে পারিবারটি। প্রত্যেকের রিপোর্ট পজিটিভ আসার পরেই, সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় এলাকাটিকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করে, লোকজনের ঢোকা-বের হওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানী শহরে এই নিয়ে কন্টেনমেন্ট জোন বেড়ে দাঁড়াল ৭৬।
এদিকে, ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা শনিবার বেড়ে ১৪,৭৯২ দাঁড়িয়েছে। এর মধ্যে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৮৮ জনের।